বাগমারার সমসপুর মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের সমসপুর মাদ্রাসা মাঠে রবিবার বিকেলে ‘উদীয়মান তরুণ সংঘ’ এর উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলো ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন দল ও ৫নং আউচপাড়া ইউনিয়ন দল।

 

সমসপুর ‘উদীয়মান তরুণ সংঘের সভাপতি বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান।

 

এসময় ছিলেন সাবেক প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, বাগমারা উপজেলা বিএনপির অন্যতম সদস্য এটিএম আশরাফুল ইসলাম, ইউপি সদস্য আফজাল হোসেন, মাস্টার আজিবর রহমান, আবুল কালাম, ওয়াসিম, হাবিবুল্লাহ্ মেজবাহ্, দেলোয়ার হোসেন,ম আমিনুল ইসলাম প্রমূখ।

 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার নওশাদ আলী এবং ধারা বিবরনীতে ছিলেন নাজমুল হোসেন ও সাব্বির হোসেন।
খেলায় গোবিন্দপাড়া দল ২টি গোল দিয়ে ১ম পুরষ্কার ১টি স্মাট ফোন এবং কোন গোল না দিয়ে ২য় পুরষ্কার ট্রফি পান আউচপাড়া ইউনিয়ন দল।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ