রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি’র বিশাল সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাইকালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রাইকালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা মতিউর রহমান মতুর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, আব্দুস সামাদ বাবু।
এ ছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে আক্কেলপুর থানা বিএনপির সদস্য এম কেরামত আলী সহ বক্তব্য রাখেন অন্যান্য নেতাকর্মীরা।