ই-পেপার

আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: অনভিজ্ঞ দল নিয়ে আফগানিস্তানের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে বাজে অভিজ্ঞতা হলো দক্ষিণ আফ্রিকার। গত বুধবার প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে তাদেরকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে প্রোটিয়াদের শাসন করলো তারা। নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড ১৭৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ আগেই নিশ্চিত করলো আফগানিস্তান। ২০২৩ সালে বাংলাদেশবধের পর দ্বিতীয়বার কোনও বড় মাপের দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো তারা।
রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দৃঢ়চেতা ব্যাটিংয়ে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ রানে পৌঁছায়। এই ফরম্যাটে দশমবার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার তিনশ ছাড়ায় তাদের স্কোর। ৪ উইকেটে ৩১১ রান করে তারা। তারপর ঘূর্ণি বলে ভেল্কিবাজি দেখান রশিদ খান ও নাঙ্গেয়ালিয়া খারোটে। নিজের ২৬তম জন্মদিনে পঞ্চমবার ওয়ানডেতে ফাইফার পান রশিদ। দুজনে মিলে ৯ উইকেট নিয়েছেন।
হাসমতউল্লাহ শহীদী টসে জিতে ব্যাটিং নিয়ে ভুল করেননি। যখন ইচ্ছা, তখনই যেন বাউন্ডারি মেরেছেন গুরবাজ। রিয়াজ হাসানের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৮ রান করেন তিনি। এইডেন মারক্রাম ব্রেকথ্রু আনেন। রিয়াজকে (২৯) হারানোর পর গুরবাজকে রহমত দারুণ সঙ্গ দেন। তিনি ২৯তম হাফ সেঞ্চুরি করেন।
দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ার পথে সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করেন গুরবাজ। ১০৭ বলে আফগানিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হন তিনি, পেছনে ফেলেন শাহজাদকে। ১১০ বলে ১০ চার ও ৩ ছয়ে ১০৫ রান করে নান্দ্রে বার্গারের কাছে বোল্ড হন এই আফগান ওপেনার।
রহমত ৬৬ বলে ৫০ রান করে আউট হন। মোহাম্মদ নবীকে অন্যপ্রান্তে রেখে ক্যামিও ইনিংস খেলেন ওমরজাই। দুজনের ৪০ বলে ৫৫ রানের জুটি ভেঙে যায় নবীর (১৩) বিদায়ে। ওমরজাই ৩২ বলে ২ চার ও ৪ ছয়ে নিজের দ্রুততম ফিফটি করেন। ৫০ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৬ রনে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ৬ রানে অপরাজিত থাকা রশিদের সঙ্গে তার জুটি ছিল ২৩ বলে ৪০ রানের।
লুঙ্গি এনগিডি, বার্গার, এনকাবায়োমজি পিটার ও মারক্রাম একটি করে উইকেট নেন। লক্ষ্যে নেমে প্রথম বলেই চার মারেন টেম্বা বাভুমা। জেতার লক্ষ্যে আগ্রাসী শুরু করেছিলেন তিনি। ১৪তম ওভারে ৭৩ রানে বাভুমা (৩৮) বিদায় নেন। ওমরজাই ভাঙেন এই উদ্বোধনী জুটি। ১৮তম ওভারে টনি ডি জর্জিকে (৩১) ইকরাম আলিখিলের গ্লাভসবন্দি করেন রশিদ। তারপর তার লেগস্পিনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। সঙ্গে যোগ দেন খারোটে।
দুজনের স্পিনে আর উঠে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। তাদের চতুর্থ ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছানো মারক্রামকে (২১) বোল্ড করে রশিদ পঞ্চম উইকেট পান। খাটোরে এনগিডিকে নিজের চত্র্থু শিকার বানান। ৩৪.২ ওভারে ১৩৪ রানে অলআউট প্রোটিয়ারা। ২-০ তে এগিয়ে থেকে আফগানিস্তান আগামী রবিবার দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ