রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. পি. এম. সফিকুল ইসলামকে অব্যাহতি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৪ জুন তারিখ জারিকৃত প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে তাকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।