সর্বশেষ সংবাদ :

আরেকটি হত্যা মামলায় আটক দেখানো হলো বিচারপতি মানিক/কে

সানশাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক দেখানো হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে আটক দেখান হয়। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

 

এই মামলায় শেখ হাসিনা-সহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ২২ নং এজাহারনামীয় আসামি বিচারপতি মানিক।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪ | সময়: ১১:৫২ পূর্বাহ্ণ | Daily Sunshine