বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: আবারও লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৯ জন নিহত হয়েছেন এবং ৩০০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির একাধিক স্থানে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, যোগাযোগযন্ত্রের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানান, একযোগে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশা-পাশি হিজবুল্লাহর যোদ্ধা এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি ও রেডিতেও বিস্ফোরণ হয়েছে।
তার আগে, গত মঙ্গলবার লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। টেলিযোগাযোগ যন্ত্র গুলোর এই বিস্ফোরণে প্রায় ১২ জন মারা গেছে। তাছাড়া, ২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের উপর।