শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রফেসর খন্দকার মো. মোজাফ্ফর হোসেনকে (অধিকর্তা, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ) সভাপতি করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হচ্ছেন, প্রফেসর ছাইফুল ইসলাম (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ (আরবী বিভাগ), প্রফেসর মাহবুবর রহমান (প্রক্টর) ও প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান (অর্থনীতি বিভাগ)। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এ কমিটি গঠন করেন। কমিটিকে সত্বর প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ বিভাগীয় সভাপতি কর্তৃপক্ষের নিকট পাঠালে এই কমিটি গঠন করা হয়।