বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: গত কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় একজনকে আটকের পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। বুধবার ১৬, বিজিবির বাঙাবাড়ী বিওপির অন্তর্গত শিবরামপুর রেল সীমান্ত এলাকা সরজমিন পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। এ সময় ওই সীমান্তে বিজিবি সদস্যদের সাইকেলে সীমান্ত এলাকা টহল দিতে দেখা গেছে।
টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে এ সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। তাছাড়া সীমান্ত এলাকায় জনসাধারণকে সীমান্তের কাছে না যেতে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুল ওয়াদুদ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এছাড়া, গত ৭ সেপ্টেম্বর বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আক্তারুজ্জামান নামে একজনকে আটক করে বিজিবি। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিং পাড়ার ফজলুল হকের ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে, ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার জানান, তার আওতাধীন ৩টি বিওপির সীমান্ত এলাকা বন্যার পানিতে প্রায় জলমগ্ন। এছাড়া রোকনপুর সীমান্ত থেকে পার্শ্ববর্তী নওগাঁর পোরশার নিতপুর সীমান্ত পর্যন্ত ভারতীয় অংশে কোন কাঁটতারের বেড়া নেই।
বিশেষ করে রোকনপুর সীমান্তের ওপার ভারতীয় অংশে বিএসএফের তিলাশন বিওপির অন্তর্গত বুড়ীতলা ও যোগিবাড়ি অংশে কোন কাঁটাতারের বেড়া নেই বলে জানান তিনি।