শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন এর হাতরুম গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়িতে রবিবার রাত সাড়ে ৯টায় মোমবাতির আগুন পেট্রোলের জারে লেগে আগ্নুৎপাতের সুত্রপাত হয়, এতে আগুনে ৫টি রুমের আসবাবপত্র, লেপ তোসক, গরু বিক্রি করা নগদ ৫ লাখ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়, আগুন লাগার পরপরই আশেপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন পরে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি সোমবার বিকেলে পরিদর্শনে যান বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান জিয়া।
এসময় ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, যুগ্ম-সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বকুল হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামরুল হোসেন, বিএনপি নেতা রঞ্জু হোসেন, যুবনেতা রবিউল ইসলাম, যুবনেতা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুমন হোসেন, মোহর আলী, সালমান হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের সভাপতি ছাত্রদলের সভাপতি রাজু আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান কুসুম প্রমূখ।
বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে আর্থিক সহায়তার জন্য নিজস্ব ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।