সর্বশেষ সংবাদ :

বৃষ্টির ছন্দে বাতাসের নৃত্য

স্টাফ রিপোর্টার: কখনো ঝমঝম, আবার কখনো ঝিরিঝিরি। এমন বৃষ্টির ছন্দে বাতাসের নৃত্য। টানা তিন ধরে রাজশাহীর প্রকৃতিতে এমন রূপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজশাহীতে গত শুক্রবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এমন আবহাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরজীবী মানুষরা পড়েছে বিপাকে।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি, রাজশাহীতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত রোদ ছিল। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এর পর থেকে মুষলধারে বৃষ্টি হয়। তখন ঝোড়ো বাতাস ছিল না। শুক্রবার ৭৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ মিলিমিটার। আজ রোববার দুপুর পর্যন্ত প্রায় চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১২ থেকে ১৩ নটিক্যাল মাইল বেগে বাতাস বইছে।
রাজশাহী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজশাহীতে গত শুক্রবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। দুই–এক দিনের মধ্যে এ অবস্থা কেটে যাবে। ঝোড়ো বাতাসে রাজশাহী কলেজের একটি পুরোনো স্বর্ণকুচি গাছসহ কয়েক জায়গায় গাছ উপড়ে পড়ে গেছে।
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকা শিক্ষক সিরাজুন মনিরা জানান, বৃষ্টিতে বিদ্যালয়ে যাতাযাত সমস্যা হচ্ছে। রাস্তায় রিকশার উপস্থিতি কমেছে। ভাড়াও দ্বিগুণ। এছাড়া অফিস যাওয়ার সময়ও অনেকেই কাক ভেঁজা হয়ে অফিস যাচ্ছে। প্রয়োজনিয় কাজ হলেও বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করছে না।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর