রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
রাজশাহী কলেজ প্রতিনিধি: রাজশাহী কলেজের নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার শেষ দিনেও দায়িত্ব গ্রহণ করতে পরেনি। রোববার ১৫ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকেই রাজশাহী কলেজের প্রশাসন ভবন দখল করে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। তাদের ভাষ্যমতে তারা দুর্নীতিগ্রস্থ, আওয়ামীলীগ এর দোষর কে রাজশাহী কলেজে প্রবেশ করাবে না। এজন্য তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে এবং সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম ও বন্ধ করে রেখেছে। জানা যায় রোববার যদি তিনি জয়েন করতে না পারেন তবে তিনি আর রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসবে জয়েন করতে পারবে না।
রাজশাহী কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক পদত্যাগ করার পর রাজশাহী কলেজ অনেক দিন থেকে অধ্যক্ষ শূণ্য ছিল। এমতাবস্থায় গত ৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রফেসর ড. মো: আনারুল হক প্রাং কে। তারপর থেকে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দলন করতে থাকে। এরই প্রেক্ষিতে গত ১০ই সেপ্টেম্বর থেকে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
তার বিরুদ্ধে অভিযোগ রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৬-১৭ অর্থ বছরে বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালে তিনটি মামলা করে দুদক। দুদকের তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য উঠে আসে। আত্মসাতের সমপরিমাণ টাকা বোর্ডের ফান্ডে জমা দেওয়ার মাধ্যমে আসামিরা মামলা থেকে অব্যাহতি পান। এতকিছুর পরও শিক্ষাবোর্ড চেয়ারম্যান হওয়ার তদবিরে উঠে পড়ে নামেন এই বিতর্কিত শিক্ষক। যা বিভিন্ন গণমাধ্যমেও বেরিয়ে এসেছে।
আবার রাজশাহী বোর্ড চেয়ারম্যানের স্বপ্ন পূরণ না হলেও তৎকালীন মেয়র লিটনের সুপারিশে পেয়েছেন বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষের চেয়ার। সেই বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলামকে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়া আন্দলনের নেতৃত্বদান কারী আব্দুর রহিম জানান, আমরা ইতোপূর্বেই সচিবালয়ে চিঠি দিয়েছি এবং আমরা আইন অনুযায়ী তার পদত্যাগ করানোর জন্য পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহণ করছি।এছাড়াও আমরা কোন ভাবেই তাকে কলেজে প্রবেশ করতে দিব না।
এসময় নেতৃত্বদানকারী আর একজন শিক্ষার্থী মহুয়া মৌ বলেন, দুদকের মামলায় প্রমানিত দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষমবিরোধী শিক্ষার্থীরা।
১৩ই সেপ্টেম্বর আজকের প্রত্রিকাতে রাজশাহী প্রতিনিধি রিমোন হোসেনের প্রকাশিত সংবাদে ড. আনারুল হক প্রাং এর পক্ষে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানায় সাধরণ শিক্ষার্থী রা। এসময় তার বিরুদ্ধে পক্ষপাত মূলক সংবাদ প্রকাশের অভিযোগ তোলা হয়।এছাড়াও তারা আজকের পত্রিকাকে আজ বিকাল ৪ টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, যদি এর মধ্যে তারা তাদের প্রকাশিত সংবাদের প্রতিবাদ বা ভুল স্বিকার করে নতুন সংশোধনী না প্রকাশ করলে তারা আজকের প্রত্রিকার রাজশাহীর অফিস ঘেরাও করবে। এছাড়াও তারা নতুন অধ্যক্ষের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করছে যা সচিবালয়ে পাঠাবেন বলে জানা যায়।