রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের কনফারেন্স রুম এ দুই দিন ব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স আইইইই পিইইআইএসিওএন-২০২৪ উদ্বোধন হয়েছে। এই কনফারেন্সটি আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই ইন্ডাস্ট্রি এ্যাপ্লিকেশন সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও ইন্ডাস্ট্রিইয়াল এ্যাপ্লিকেশন। উক্ত কনফারেন্সটির সঙ্গে ইনোকন ২০২৪ যুক্ত ছিল।
উক্ত আন্তর্জাতিক কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আমেরিকার ভার্জিনিয়ার রিসার্চ ইন্সটিউট এর পরিচালক প্রফেসর ও এম সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমিরেটস প্রফেসর অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড, এম রেজোয়ান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড, মশিউল হক (চুয়েট), অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. ফারুক হোসেন (রুয়েট) , জেনারেল চেয়ার প্রফেসর ড, সেলিয়া শাহনাজ (বুয়েট) এবং টেকনিক্যাল চেয়ার হিসেবে প্রফেসর ড, শেখ আনোয়ারুল ফাত্তাহ (বুয়েট) ও প্রফেসর ড. সেলিম হোসেন (রুয়েট)। উক্ত আন্তর্জাতিক কনফারেন্সটিতে কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের ট্যয়োমা ইউনিভার্সিটির প্রফেসর হিরোইকি ওকাদা, আমেরিকার দিলোয়ারি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড, এম মুক্তি রানা, আমেরিকার আইইইই ও স্মার্ট ভিলেজের প্রেসিডেন্ট ড, রাজন কাপুর। এছাড়াও কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর নওশাদ আমিন।
এই কনফারেন্সটিতে দেশের ও বিদেশের গবেষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন অনলাইন এবং স্বশরীরে। দেশ ও বিদেশ হতে ৪৫৬টি গবেষণালব্ধ পেপার জমা হয়, তন্মধ্যে রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করে ১৯০টি গবেষণালব্ধ পেপার উপস্থাপন করার জন্য মনোনীত করা হয়। পেপার উপস্থাপনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আইডিয়া কন্টেস্ট এবং ইনোভেটিভ প্রজেক্ট সোকেশিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২ দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সে ইন্ডাস্ট্রিয়াল একটিভিটিজ সম্পর্কিত মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বিষয়ক লেকচার, ওয়ার্কশপ ও কুইজ অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্সটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের ছাত্র-ছাত্রীরা টেকনিক্যাল সহযোগী হিসেবে কাজ করে। সন্ধ্যায় রুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের কনফারেন্স রুম এ সমাপনী ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে ২ দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সটি শেষ হয়।