হামলা, ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত : অধ্যক্ষ শাহাবুদ্দিন

মান্দা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা চাঁদাবাজিতে বিশ^াস করে না জামায়াত। ভয়ভীতি কিংবা হুমকি ধামকি দিয়ে কোনো কাজ টেকসই হয় না। জনগণকে দলে টানতে হলে সদাচারণ ও ভালোবাসার কোনো বিকল্প নেই। অস্ত্র দিয়ে নয়, জামায়াত সম্প্রীতি ও ভালবাসার মাধ্যমে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে।
শুক্রবার সকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা আয়োজিত ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দাদা বাবুর দেশ ভারতে বসে এসব কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। বাংলার মানুষ তার সেই স্বপ্ন আর কখনও পুরণ হতে দেবে না।
জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও. মোস্তফা আল-আমিন, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মণ্ডল, জামায়াতের মান্দা উপজেলা শাখার সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম ও নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাইদুর রহমান।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ