সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজে ক্ষোভ বাড়ছেই

স্টাফ রিপোর্টার: বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষ দুদকের মামলায় প্রমানিত দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে গত দুই দিন ধরে আন্দোলন করছে রাজশাহী কলেজের বৈষমবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার নতুন পদায়ন পাওয়া অধ্যক্ষকে রাজশাহী কলেজে না আসার জন্য এক দিনের আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। নতুন অধ্যক্ষ পদত্যাগ বা বদলি পত্র না দেওয়ায় বুধবার আবার সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাধারণ শিক্ষার্থীদের দাবি নব পদীয়ন প্রাপ্ত অধ্যক্ষ যেন কলেজে প্রবেশ করতে না পারে, তার পরিবর্তে এক জন যোগ্য এবং দায়িত্ববান অধ্যক্ষ তারা আসা করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত তিনি অফিসিয়াল ভাবে কলেজের অধ্যক্ষ থাকবেন ততদিন পর্যন্তই তাকে বয়কট করা হবে। বিক্ষোভে অংশ নেন রাজশাহী কলেজের কয়েকশ শিক্ষার্থী।
বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২য় দিনের মত তাদের এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন থেকে জানা যায় অধ্যাপক ড. আনারুল হক প্রাংকে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। এর পর পরই বিক্ষোবে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই দলের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ বাগিয়ে নেন অধ্যাপক আনারুল। শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজেও অধ্যক্ষের পদও দখল করেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্নীতিবাজ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মদদেই এসব পদ দখল করতেন তিনি।
জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৬-১৭ অর্থ বছরে বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালে তিনটি মামলা করে দুদক। দুদকের তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য উঠে আসে। আত্মসাতের কিছু অংশ টাকা বোর্ডের ফান্ডে জমা দেওয়ার মাধ্যমে আসামিরা মামলা থেকে অব্যাহতি পান। এতকিছুর পরও শিক্ষাবোর্ড চেয়ারম্যান হওয়ার তদবিরে উঠে পড়ে নামেন এই বিতর্কিত শিক্ষক। যা বিভিন্ন গণমাধ্যমেও বেরিয়ে এসেছে।
রাজশাহী বোর্ড চেয়ারম্যানের স্বপ্ন পূরণ না হলেও তৎকালীন মেয়র লিটনের সুপারিশে পেয়েছেন বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষের চেয়ার। সেই বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলামকে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস রাজশাহী কলেজে এই বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। অবিলম্বে তাকে অন্যত্র পাঠিয়ে শিক্ষার্থী বান্ধব, সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানাই। অন্যথায় দেশসেরা কলেজের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এছাড়া আন্দলনের নেতৃত্বদান কারী আব্দুর রহিম জানান, আমরা ইতোপূর্বেই সচিবালয়ে চিঠি দিয়েছি এবং আমরা আইন অনুযায়ী তার পদত্যাগ করানোর জন্য পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহণ করছি।


প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ