রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
কর্মসূচি ঘোষণার আগে দলের যৌথ-সভা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন জানান, গত ১৬ থেকে ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। এবং ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি বলেও আরও জানান তিনি।
নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে- যেকোনো এক জায়গায় সমাবেশ আয়োজন করা হবেও জানিয়ে জাহিদ হোসেন।তিনি বলেন, গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের র্যালি’ অনুষ্ঠিত হবে। এবং গণঅভ্যুত্থানের পর আনসার, রিকশাওয়ালা ও শ্রমিক অসন্তোষের নামে দেশের বিরুদ্ধে এখনো যেসব গণবিরোধী ষড়যন্ত্র চলছে, কর্মসূচি পালনের তা উবে যাবে বলেও আরও জানান তিনি।