ই-পেপার

রাজশাহীর পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ নগরী জামায়াতের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১২টার সময় রাজশাহী মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মহানগর জামায়াতের আমীর ড.মাও. কেরামত আলী নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়বে আমীর অধ্যাপক সিদ্দিক হোসাইন, এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহ সেক্রেটারী অধ্যাক্ষ মাহাবুব হাসান বুলবুল, অধ্যাক্ষ শাহাদাত হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক সারোয়ার জাহান প্রিন্স, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মর্তজা, যুব সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, হড়্গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর শিবির সভাপতি সিফাত আলম, বিশ্ববিদ্যালয় সভাপতি আবু আব্দুল্লাহ মুহাইমি


প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪ | সময়: ৬:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ