রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে। পরে সে সাপ গুলো পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা।
ঘটনাটি উপজেলার পাঁকা ইউনিয়ের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে মঙ্গলবার বার বেলা ১১ টার দিকের।
কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আটিঁ বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আটিগুলো আনতে গিয়ে দেখতে পায় সাপগুলো। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সবগুলো সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে ফেলে।
শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের জমিতে একটি ধানের আটিঁ তুলতে গিয়ে প্রথমে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে মারতে লাগলে এ সময় আরো আটটি সাপ ধানের মধ্যে থেকে বের হয়ে আসে। এ সময় তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা এবং আশেপাশে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে এসে সবগুলো সাপ মেরে ফেলে।
অপর প্রত্যক্ষদর্শী শ্রমিক ইসমাইল জানান, পরপর নয়টি সাপ ধানের জমি দেখতে পাবার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠির এলোপাথাড়ি আঘাতে সবকয়টি সাপ মারা যায়। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।
এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।