সর্বশেষ সংবাদ :

তিন ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: দীর্ঘদিন কর্মস্থল বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। একই সাথে তিন ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে সহকারী কমিশনার (ভূমি) ও দুই প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলার নওপাড়া, ঝালুকা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ধারাবাহিক ভাবে দীর্ঘ দিন ধরে কর্মস্থল বা পরিষদে অনুপস্থিত রয়েছেন। যার ফলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভুত অসুবিধাসমূহ দূরীকরণের লক্ষে সুত্রোক্ত ১ নং পরিপত্রের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এবং ২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গণকে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য আর্থিক প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
অপসারিত চেয়ারম্যানরা হলেন, উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম শফি। এই ইউনিয়নে ইউপি সদস্য আজাদ আলী সরদারকে স্থলাভিষিক্ত করা হয়েছে। জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানকে অপসারণ করে সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলীকে অপসারণ করে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজেনা বিবিকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির দিন থেকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা তাদের ওপর অর্পণ করা করা হয়েছে মর্মে প্রজ্ঞাপন কার্যকর হবে।
প্রসঙ্গত; গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর