সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মানববন্ধন করেছে নেস্কো আউটসোর্সিং কর্মচারীরা

স্টাফ রিপোর্টার: আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নেস্কো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা। দুপুরের রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।এতে অংশ নেয় আইসিটি বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ,রংপুর ও দিনাজপুরে কর্মরতরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মূল দাবি জাতীয়করণ করা। এতে আউটসোর্সিংয়ের লোকদের যদি জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে অন্তত যেন মাস্টার রুল হিসেবে করা হয়। কারণ কোনো কোম্পানির অধীনে থাকতে চাই না আন্দোলনরত কর্মচারীরা। এসময় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা) ২০১৮ বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বহাল রেখে বয়স শিথিল করে চাকুরি স্থায়ীকরণের দাবি এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মুনজরুল করিম মুন্না, শহিদুল ইসলাম অপু, অলী হাসান, সোহেল গাাজী, মুকুল।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর