সর্বশেষ সংবাদ :

চেম্বার অব কমার্সের পরিচালনা পরিষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগের দাবীতে স্মারক লিপি

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অনির্বাচিত অযোগ্য পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবীতে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোঃ হুমায়ন কবির এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
সোমবার এ স্মারকলিপি দেয়া হয়। এ সময় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, রাজশাহীর ব্যবসা বাণিজ্যে শৃংখলা ফিরিয়ে আনতে এবং সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক সমস্যা সমাধানে চেম্বার অব কমার্স সকলের জন্য উন্মুক্ত করার জন্য অবিলম্বে রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান অনিবার্চিত ও অযোগ্য পরিষদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে একটি গ্রহন যোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিমল কুমার সরকার, বেনেতী ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সম্পাদন শামসুজ্জামান মিঠু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, আর.ডি.এ মার্কেট কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রাব্বানী, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান পলাশ, সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার আলী, মসলা ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ মোমিন, প্রেস মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুব রাজ্জাক নয়ন প্রমুখ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ | সময়: ৫:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ