সর্বশেষ সংবাদ :

রাবি উপাচার্যের সাথে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আবু সুফিয়ান সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন। কমিশনার ক্যাম্পাসে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক তৎপরতার আশ্বাস দেন।
এসময় সেখানে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং আরএমপি’র অতিরিক্ত কমিশনার রশিদুল হাসান পিপিএম ও হেমায়েতুল ইসলামসহ মতিহার জোনের উপ-কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কমকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ