সর্বশেষ সংবাদ :

সাপাহারে মোবাইল ব্যাংকিং-এ ভাতার অর্থ পরিশোধে সম্ভাবনা বিষয়ক সেমিনার

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ ‘সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ও সাপাহার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রাবন্ধিক হিসেবে নগদ এর সম্ভাবনা, সমস্যা ও পতিকারের উপর বিশেষ দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মাদ, প্রধান আলোচক হিসেবে নগদে অর্থ প্রতারণা বন্ধে বিভিন্ন কলাকৌশল মুলক বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। অন্যদের মধ্যে নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, গওছল আজম সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন।
এসময় সেমিনারে উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধিরা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর