বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহণ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক প্রফেসর আব্দুর রাজ্জাক সরকার সোমবার দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে পরিবহণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর পরিবহণ দপ্তরের প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর আব্দুর রাজ্জাক সরকার রাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ ও ২০০২ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর আব্দুর রাজ্জাক সরকার ২০০৪ সালে রাবির পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন এবং ২টি পিএইচডি ও ২টি এমফিল গবেষণা তত্ত্বাবধান চলমান আছে।
একই দিনে রাবি নবনিযুক্ত ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম সোমবার দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে কলেজ পরিদর্শন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর কলেজ পরিদর্শক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর এফ নজরুল ইসলাম রাবির পদার্থবিজ্ঞান থেকে ১৯৮৭ ও ১৯৮৮ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর এফ নজরুল ইসলাম ১৯৯৩ সালে রাবির পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি কমনওয়েলথ ফেলোশিপে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় ও জেএসপিএস ফেলোশিপে জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সম্পন্ন করেন। তাঁর ২৪টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১টি পিএইচডি, ২টি এমফিল ও উল্লেখযোগ্যসংখ্যক স্নাতকোত্তর গবেষণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন। নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে শেরে বাংলা ফজলুল হক হলে মুহাম্মাদ শরীফুল ইসলাম (প্রফেসর, সমাজকর্ম বিভাগ), মাদার বখ্শ হলে ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ), শহীদ জিয়াউর রহমান হলে ড. মো. মাহবুবার রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ), মন্নুজান হলে ড. আশিয়ারা খাতুন (প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), রোকেয়া হলে ড. সাবিনা সুলতানা (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ) ও রহমতুন্নেসা হলে ড. ইসমত আরা বেগম (প্রফেসর, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ)। নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।