রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেধে ১৬০ বস্তা ডাউল লুটের খবর পাওয়া গেছে। রোববার উপজেলার বেলপুকুর ইউনিয়ন ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার (আরএমপি) সামনে উত্তর পাশের ডাউল মিলে এ লুটের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জন মোখস পরা লোক মেলের সামনে এসে দুইজন নৈশ প্রহরীকে বেধে ১৬০ বস্তা ডাউল লুট করে নিয়ে যায়, যার বর্তমান মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানান তারা।
বেলপুকুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মিলের মালিক পক্ষ থানায় এসেছে কিন্তু থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। মিল মালিক পক্ষ নিজেরাই বিষয়টি দেখভাল করছেন। আমরা বিষয়টি এখন অবগত আছি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।