পবায় ইটভাটা থেকে ফসলি জমি রক্ষার আবেদন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার বড়গাছীতে অবৈধ ইটভাটার কারণে কমছে ফসলি জমি। অন্যান্য কৃষকদের জমির ক্ষতি করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ভাটায়। মাটি কাটার কারণে ধ্বসে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশ্ববর্তী জমি। এভাবে চলতে থাকলে একসময় চাষযোগ্য জমির অভাব দেখা দিবে। তাই ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভাটা মালিকের বিরুদ্ধে অন্যান্য দপ্তরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ও স্থানীয় বাসিন্দা। গত ৮ সেপ্টেম্বর অভিযুক্ত ইটভাটা এমএমবি ব্রিকস’র মালিক তরিকুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বড়গাছি ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকস’র ইটভাটা। বিগত সরকারের সময়ে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের কাছে থেকে স্বল্পমূল্যে জমি লীজ নিয়েছেন। উচু জমি থেকে মাটি কেটে ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এখানে ভাটা নির্মাণের পর থেকে ফসলের উৎপাদন কমে গেছে। ফসলি জমির মাটি দিয়েই ভাটায় ইট প্রস্তুত করা হয়। ইট পোড়ানো ধোঁয়ার গন্ধে শ্বাসকষ্ট হওয়ায় অনেক সময় জমিতে কাজ করতেও সমস্যা হয় কৃষকদের। আবার মাটি কাটার কারণে পার্শ্ববর্তী জমির মাটি ধ্বসে পড়ে। জমি ধ্বসে পড়লে উপায় না পেয়ে ইটভাটাতেই লীজ দিয়েছেন তারা। বর্তমানে এলাকাবাসী এই অবৈধ ইটভাটার বিরূপ ধকল থেকে বাঁচতে ইটভাটা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষে বড়গাছী হাটপাড়ার মনিরুলের ছেলে মিনারুল ইসলাম বিভিন্ন দপ্তরসহ উপজেলা প্রশাসনে আবেদন করেছেন।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার বলেন, “ইউএনও অফিস থেকে অভিযোগের বিষয়টি শুনেছি। অবৈধ এ বিষয়গুলোতে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।”


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪ | সময়: ৪:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ