সর্বশেষ সংবাদ :

রাবির প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২২ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে এবং প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর।

 

 

রোববার (৮ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

 

 

 

অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু হবে। এবং আগামী ২২ সেপ্টেম্বরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine