সর্বশেষ সংবাদ :

আগামীতে বাংলাদেশ কোন পথে চলবে; সেই সিদ্ধান্ত জনগণই নেবে -আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে, এ মন্তব্য করেছেন বিএনপ’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

 

আজ রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপ’র এই নেতা।

 

 

তিনি বলেন, শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে, তা আবারও ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে; সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

 

তিনি আরও বলেন, তাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক-ভাবে সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ দেন আমীর খসরু। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই হবে না।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine