সর্বশেষ সংবাদ :

পুরোদমে শুরু হয়েছে রাবির শিক্ষা কার্যক্রম

সানশাইন ডেস্ক: আজ রোববার (০৮ সেপ্টেম্বর) থেকে ক্লাসসহ পুরোদমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন পর ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা।

 

 

তবে বেশ অনেক দিন ধরে পাঠদান বন্ধ থাকায় সেশন জটে পড়ার আশঙ্কাও করছেন শিক্ষার্থীরা। তাই নিয়মিত পরীক্ষা নেয়ারও তাগিদ দেন তারা।

 

 

এর আগে গত ২৮ জুন থেকে ঈদুল আযহার ছুটির কারণে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। এরপর শিক্ষকদের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যত্থানের কারণেও বিঘ্ন ঘটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে। তবে গত ৫ আগস্টের পর থেকে বিভাগ ও শিক্ষকদের উদ্যোগে কিছু সংখ্যক ক্লাস নেয়া হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ১:১৪ অপরাহ্ণ | Daily Sunshine