সর্বশেষ সংবাদ :

যুক্তরাষ্ট্রে আবারও মানব শরীরে মিললো ‘বার্ড ফ্লু’

আন্তার্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও মানব শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত করা হয়েছে। তবে কোন প্রাণীর সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।

 

 

জানা যায়, ‘বার্ড ফ্লু’ তে আক্রান্ত ব্যক্তি দেশটির মিসৌরির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখন বেশ অনেকটাই সুস্থ বলে জানিয়েছে মার্কিন রোগতত্ত্ব ও সংক্রামক বিভাগ-সিডিসি।

 

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ১৪ জন বার্ড ফ্লু রোগী শনাক্ত করা হয়েছে। তবে, এবারই উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা। এর আগে পোল্ট্রি ও গবাদি পশু থেকে আক্রান্তের প্রমাণ পেয়েছিলেন তারা। তবে সিডিসি আশ্বস্ত করেছে, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার শঙ্কা নেই।

 

 

বার্ড ফ্লু এক ধরণের ভাইরাল রোগ। সাধারণত পাখি ও গবাদি পশুই এই রোগে বেশি আক্রান্ত হয়। মানব শরীরে এ রোগ সংক্রমণের ঘটনা বিরল। ৯০’র দশকে চীনে প্রথম এ রোগটি শনাক্ত করা হয়েছিল। যা পরবর্তীতে সব মহাদেশে ছড়িয়ে পড়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ১২:৫৭ অপরাহ্ণ | Daily Sunshine