সর্বশেষ সংবাদ :

বাবা-ছেলে দু’জনই গিয়েছিলেন আন্দোলনে, তবে ঘরে ফিরতে পারেনি সন্তান

নিজস্ব প্রতিবেদক: বাবা-ছেলে দু’জনই যেতেন কোটা থেকে বৈষম্য-বিরোধী আন্দোলনে। কিন্তু তারা কেউই জানাতেন না। বাবা যখন জানতে পারলেন ছেলে মিছিলে গেছে, এর পরই সব শেষ। পুলিশের গুলিতে চিরদিনের জন্যে হারিয়ে গেছে তার সন্তান।

 

 

গত ৫ আগস্ট দুপুর। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদে বিজয়ের আনন্দে আত্মহারা পুরো জাতি। দ্বিতীয় স্বাধীনতার জয়োগান। কড়া নিরাপত্তার চাদরে থাকা গণভবনে ঢুকে বিজয় উল্লাস।

 

 

পুরো দেশ যেদিন বিজয় উল্লাসে মেতেছিলো, সেদিনই হারাতে হয়েছে বাবুল ও মোমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে মোমিন-কে। বাবা বাবুল মিয়া তখন গণভবন এলাকায় বিজয় মিছিলে। সেখান থেকেই পান প্রিয় সন্তানের মৃত্যুর খবর, মুহূর্তেই ভেঙ্গে পরেন তিনি।

 

 

ওই দিন দুপুরে মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে মারা যায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোমিন। বাবা-মা যেতে দিবে না তাই বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার কথা বলে আন্দোলনে যোগ যায়। আন্দোলনে এতো মানুষের মৃত্যু আরো বিল্পবী করে মোমিন-কে। নিজের জীবন দিয়ে অন্যদের রক্তের ঋণ শোধ করবে তা ভাবতে পারেনি তার মা মোমেনা বেগম।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ১২:২৪ অপরাহ্ণ | Daily Sunshine