রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার রাত্রিতে তাদেরকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)।
পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।