শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: প্রতিবছরের ন্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্প্রতি এএইচজেড এর প্রি-ডিপারচার ইভেন্ট রাজশাহীর মাইডাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠানের এই ভিন্নধর্মী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি যোগদান করেন তাদের পরিবার পরিজনরাও।
অর্ধশত এর বেশি শিক্ষার্থী এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে যোগ হয় এক ভিন্ন মাত্রা। বলা হয়ে থাকে যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশ এর প্রথম পছন্দের তালিকায় থাকে এএইচজেড।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ওয়াহিদ জামান, রিজিওনাল ম্যানেজার এবং আসাদুল্লাহ আল কাফি (ব্রাঞ্চ অপারেশনাল ম্যানেজার) সহ রাজশাহী ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বোচ্চ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা এবং বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশন এর আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানিয়েছে, এই বছরে বেশ কিছু শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করেছে তাদের মধ্যে ১০ হাজার পাউন্ড থেকে সর্বোচ্চ ২৮ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ অর্জনের রেকর্ড রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অনেক আকর্ষণীয় গিফট গ্রহণ করে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির চিফ কমার্সিয়াল অফিসার, জহিরুল ইসলাম জানান, “যুক্তরাজ্যের এই টপ র্যাংকড বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রসেস সম্পূর্ণ ফ্রি, তারা কোনো প্রকার সার্ভিস চার্জ আদায় করেন না, এবং ১২ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন।” উক্ত প্রি-ডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সজ্জিত করা হয়েছিল।
এএইচজেড পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। সেই সাথে উচ্চশিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং বিশ্বাসের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।