রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলার বিলকুমারি বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে পুলিশ। তিনি মুহিষকুন্ডি গ্রামের মৃত ঘাংগা মন্ডলের ছেলে আরফান মন্ডল (৫৫)। শনিবার দুপুরে উপজেলার ঘাষিগ্রাম ইউপির তুলশীক্ষেত্র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুলশীক্ষেত্র গ্রামের বিলকুমারি বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ পানির মধ্যে তলিয়ে যায় আরফান মন্ডল। পরে তার লাশ ভেসে উঠলে স্হানীয় লোকজন উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। থানায় গিয়ে বিস্তারিত জানানো হবে।