সর্বশেষ সংবাদ :

ঝালকাঠিতে ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পরই কুপিয়ে হত্যা

সানশাইন ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলায়ে একটি জানাজায় অংশ নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার আধাঘণ্টা পরই তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শেখেরহাট বাজারে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম। নিহত সাঈদুর রহমান স্বপন (৫৪) শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।
তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে অনেক দিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় ১ নং ইউপি সদস্য স্বপন খান বলেন, একই ইউনিয়নের শিরযুগ গ্রামের হারুণ-অর রশীদ শুক্রবার বরিশাল হাসপাতালে মারা যান। শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সাঈদুর রহমান স্বপন সেখানে অংশ নিয়ে উপস্থিত সবার কাছে নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। জানাজা শেষে তিনি সকালের নাস্তা করার জন্য শেখেরহাট বাজারে যান। ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে শেখেরহাট বাজারে কয়েকজন দুর্বৃত্ত সাঈদুর রহমান স্বপনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপুর্যপুরি কুপিয়ে ও চার হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ