সর্বশেষ সংবাদ :

পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সহ আটক তিন

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতি-সহ তিন জনকে আটক করেছে জেলা ডিবি ও পুঠিয়া থানা পুলিশ।

 

 

গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত্রি পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।

 

 

আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)।

 

 

পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪ | সময়: ৬:২৪ অপরাহ্ণ | Daily Sunshine