সর্বশেষ সংবাদ :

শেখ হাসিনার জমিদারি ফেরিয়ে আনতে চায় ভারত, মন্তব্য করেন রিজভীর

সানশাইন ডেস্ক: ভারত কি আবারও তার (শেখ হাসিনা) জমিদারি ফিরিয়ে আনতে চায়? এমনই মন্তব্য করেছেন বিএনপ’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও পেটুয়া বাহিনী দিয়ে দেশের মানুষের প্রতি অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন শেখ হাসিনা। তাই যুক্তরাজ্য ও আমেরিকার মতো পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি।ৎ

 
 

বিএনপ’র এ নেতা প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার জমিদারি আবারও কি ফিরিয়ে আনতে চায় ভারত? তারা কি বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না? তারা যদি বাংলাদেশের মানুষের কথা গুরুত্ব না দিয়ে শুধু শেখ হাসিনার কথা বিবেচনা করে, তবে বাংলাদেশের মানুষ বিদেশি শক্তিকে রুখে দেবে।

 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে- ই নির্বাচন কমিশনে আসুক না কেন, আমরা চাই নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করবেন না।


প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪ | সময়: ২:২৫ অপরাহ্ণ | Daily Sunshine