সর্বশেষ সংবাদ :

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশু-সহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত আরও বেশ অনেকজন।

 

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে বলে জানা গেছে।

 

 

পুলিশ বলেন, মিনি ট্রাকে করে হাথ্রাস থেকে আগ্রার দিকে যাচ্ছিলো একটি দল। মুকুন্দ খেরার কাছাকাছি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির। এ সময় আরেকটি ট্রাকের সাথে গিয়ে ধাক্কা লাগে মিনি ট্রাকটির। দুমড়ে মুচড়ে যায় সেটি। হতাহতরা সবাই মিনি ট্রাকটির যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

 

 

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এবং প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।


প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪ | সময়: ১২:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine