সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় এবং শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ‘শহীদি মার্চ’ কর্মসুচি পালন করেছে।

বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে পৃথক পৃথকভাবে শহীদি মার্চ’র মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের সেন্টু মার্কেট চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্যা রাখেন, রবিউল ইসলাম, সোহান, তানভির, মোত্তাসিন বিশ্বাস। এছাড়াও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মৃতিরপ্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান যান।

সানশাইন / শামি


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:১৪ অপরাহ্ণ | Daily Sunshine