মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: দলের বড় তিন তারকাকে ছাড়াই উয়েফা নেশনস লিগ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। অসুস্থতার কারণে এই টুনামেন্টে খেলতে পারবেন না ফিল ফোডেন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দলে নেই কোল পালমার ও অলি ওয়াটকিনস।
ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি ফোডেনকে খেলার জন্য বলেছিলেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। নেশনস লিগে খেলা কথা ছিল চেলসির তারকা পালমার ও অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ওয়াটকিনসেরও। তবে ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিজ নিজ ক্লাবে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
গতকাল নেশনস লিগের দল ঘোষণা করেন কোচ লি কার্সলি। তার ঘোষিত দলে আছেন ম্যানসিটির জ্যাক গ্রিলিশ ও ম্যানইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। নেশনস লিগে ইংল্যান্ডের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৭ সেপ্টেম্বর। তিন দিন পর ওয়েম্বলিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। গত ১৪ জুলাই ইউরো চ্যাম্পিয়রনশিপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এই প্রথম মাঠে নামছে ইংল্যান্ড দল।
নেশনস লিগে ইংল্যান্ডের স্কোয়াড: গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)। ডিফেন্ডার: মার্ক গুইহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), লেভি কলউইল (চেলসি), রিকো লুইস (ম্যানচেস্টার সিটি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), হ্যারি ম্যাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড)।