সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ফায়সাল আহামেদ, স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদার রহমান ও তার সহযোগীদের নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজশাহী মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাকে স্কুলে যেতে না দেওয়া, প্রাণনাশের হুমকি-সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, আমি দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে গোদাগাড়ীর গোগ্রামের হুজরাপুর উচ্চবিদ্যালয়ে সম্মানের সাথে শিক্ষকতা করে আসছি। কিন্তু বেশ কিছু দিন যাবত আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসদার রহমান আমাকে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছেন।
কিছুদিন আগে প্রধান শিক্ষক মাসদার রহমান দুর্নীতির দায়ে হুজরাপুর উচ্চবিদ্যালয় থেকে বরখাস্ত হন। এর পর থেকে প্রতিষ্ঠানের সভাপতি মতিউর রহমান ও আমাকে জড়িয়ে মাসদার রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোজাহার আলী নানা ষড়যন্ত্র করতে থাকেন। তাদের ধারণা প্রধান শিক্ষকের দুর্নীতির মুখোশ আমি খুলে দিয়েছি। আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে একাধিকবার লাঞ্চিত করেন এবং আবারো করার চেষ্টা করেন।
মাসদার রহমান ও তার সহযোগীদের এমন ঘটনা নিয়ে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করি তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। আমি মাসদার সহ ৮ জনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি রাজশাহীর গোদাগাড়ী আমলি আদালতে বিচারাধীন রয়েছে। মামলা করার পরেও তারা আমার বিরুদ্ধে নানা ফন্দি আটতে থাকেন। হঠাৎ গত ১৩ আগস্ট থেকে তারা আমাকে হুশিয়ারি দিচ্ছেন যেন আমি তাদের বিরুদ্ধে করা মামলার কাগজ-সহ প্রয়োজনীয় আরও কিছু কাগজ স্কুলে তাদের হাতে তুলে দেই। না দিলে আমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। তাদের হুমকির ভয়ে আমি স্কুলে যেতে পারছিনা। আমি গত সরকারের আমলে তাদের নিকট যেভাবে হয়রানি হয়েছি ঠিক এখনো তারা আমাকে তার চেয়ে বেশি হয়রানি করার চেষ্টা করছে।
তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার প্রার্থনা করেন।
সানশাইন/ আর এক্স