সর্বশেষ সংবাদ :

বউ তালাক ও কলহের জেরে হামলায় দুই সহোদর ভাইকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বউ তালাকের জের ধরে হামলায় দুই প্রবাসী সহোদরকে ভাই মারা গেছেন। আহত হয়েছে আরেক সহোদর-সহ আরও ৬ জন।

 

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের তেল পারই গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির ৮নং ওয়ার্ডস্থ ছমদ বাড়ির জনৈক নূরুল ইসলামের বড় ছেলে মো. রেজাউল করিমের সাথে তার স্ত্রীর চরম কলহের জেরে সে তার স্ত্রী হ্যাপিকে তালাক দিয়েছিল। কিন্তু তারপরও স্ত্রী হ্যাপি স্বামীর ঘর ছেড়ে না যাওয়ায় বহুবার সালিশ-বিচার হয়। এই ঘটনার জেরে রেজাউল করিম গত রাতে ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে হাসুয়া দিয়ে কোপানো শুরু করলে ঘটনা পার্শ্ববর্তী লোকজন দেখে এগিয়ে এলে রেজাউল করিম ও তার সঙ্গীরা প্রতিবেশীদের উপরও হামলা চালায়।

 

 

এতে উত্তেজিত জনতা তাদের উল্টো কোপাতে শুরু করলে রেজাউল করিমের ছোট ভাই জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলমগীর ঘটনাস্থলে মারা যায়।

 

এ ঘটনার পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ তুহিন ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। আহতরা চমেক হাসপাতালে ভর্তি আছেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪ | সময়: ২:৪১ অপরাহ্ণ | Daily Sunshine