মান্দায় বিএনপির মতবিনিময় ও সম্প্রীতি সভা

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির ব্যানারে সতিহাটের একটি বয়লারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

 

বিএনপিনেতা শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সদস্য বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান সোহান, গনেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, যুবদলনেতা শফিকুল ইসলাম বেলাল, অ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদল নেতা শাহিনুর ইসলাম, মাসুদ রানা ও আব্দুর রাজ্জাক, ছাত্রদলনেতা আব্দুল হালিম দুলাল প্রমুখ।


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ