সর্বশেষ সংবাদ :

রাজশাহীর পদ্মায় নদীতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান মিলেনি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটি শ্রমিক পরিবহন করার সময় ১৬ জন শ্রমিক-সহ পানিতে তলিয়ে যায়। তবে ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চার জন নিখোঁজ রয়েছে। এই চার জনকে ১৬ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি।

 

গত রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।

 

 

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি, তবে উদ্ধার কাজ চলমান রয়েছে।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)।

 

 

হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর বলেন, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের ভোর থেকে খোঁজা শুরু হয়েছে। এখনও তাদের কোন সন্ধান মিলেনি।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, চর মাঝারদিয়ারে নৌকাডুবির ঘটনায় আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে। আজ ভোর থেকে উদ্ধার কাজ শুরু করেছি এখনও চলামান রয়েছে। পদ্মায় পানি ও স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ করতে  আমাদের বেগ পেতে হচ্ছে।

 

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, সকালে  নৌকাডুবির ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ | সময়: ১:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine