শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বানভাসী অসহায় মানুষের জন্য নগদ টাকা ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। শনিবার উপজেলার উত্তরা মসজিদ জামে মসজিদে এ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা সংগ্রহ করা হয়।
নগদ টাকা ও ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম ওলামা ঐক্য পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দন। সহ-সভাপতি সিরাজুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু তালহা, কোষাধ্যক্ষ আয়েজ উদ্দিন, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান, উত্তরা মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মামুনুর রহমান, সদস্য আতাউর রহমান, সেলিম রেজা, আব্দুল মতিন, শাহ ্ আলম, নাজমুল হক, গোলাম হোসাইন।
অনুষ্ঠানে নগদ ১ লক্ষ ৪৯ হাজার ৫৯৫ টাকা আদায় হয়।