শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: সাধারণ আনসার সদস্যদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (০১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলন-কারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, আগস্টে চাকরি স্থায়ীর দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ আনসার সদস্যরা। গত ২২ আগস্ট তিনদিনের কর্ম-বিরতি ঘোষণা করে তারা। এছাড়া, হযরত শাহজালাল বিমান-বন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমান-বন্দর ও বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরাও কর্মবিরতি পালন করে।
এক পর্যায়ে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। একপর্যায়ে রাতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী-সহ শতাধিক আনসার আহত হয়েছে। এরপর আনসার সদস্যদের নামে রাজধানীর বিভিন্ন থানার মামলা দায়ের হয়।
এর পরে ২৬ আগস্ট রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগে গ্রেফতার ৩৭৫ আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম কোর্ট) হাজির করা হয়। পরে এই আনসারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।