রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করতে হবে, পুকুর, গভীর নলকূপ (ডিপ)সহ বিভিন্ন দখলবাজী বন্ধ করতে হবে। তা না হলে দেশ ও দলের প্রচুর ক্ষতি হবে। ফেসিবাদ হাসিনাকে সরিয়ে যদি আমরা তারই মত আচরণ করি, তাহলে মানুষ কেন আমাদের বিশ্বাস করবে? আমরা ন্যায় সঙ্গতভাবে কাজ করে যাবে। দল ক্ষমতায় আসলে সরকারী বিধি মোতাবেক লিজের মাধ্যমে পুকুরে মাছ চাষ করা হবে। আওয়ামী লীগ এত দিন জোর করে পুকুর ডিপ দখল করে খেয়েছে। আমরা এখনও ক্ষমতাই পাইনি, ভোটও হয়নি, তাতেই যদি আমরা আ.লীগের মত আচরণ করি তাহলে আমাদের দলের ইমেজ নষ্ট হবে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, বাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদি, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।