মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের বেতন ভাতা ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে জাতীয় করণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে শহরের ডানা পার্ক কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম পারভেজের সভাপতিত্ব বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, রাজশাহী বিভাগের সমন্বয়ক যোবায়ের হোসাইন, সেলিম সরদারসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন সালে সারাদেশে চার হাজার পাঁচশত ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়। সেখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের চাকুরীর ক্ষেত্রে সকল সুযোগের কথা বলা হলেও তা থেকে তারা বঞ্চিত। ফলে গত ১৪ বছর যাবত মানবেতর জীবন যাপন করে আসছেন তারা।
সংগঠটির রাজশাহী বিভাগের সমন্বয়ক সেলিম সরদার বলেন, বিনা বেতনে কর্মরত, সকল কর্মচারী কঠিন প্ররিশ্রম করে আসছে অথচ চেয়ারম্যান পরিবর্তন হলে তাদের পরে নানাভাবে নানা রকম চাপ আসে, অনেকে রাজনৈতিকভাবে হেনস্তার শিকার হন চেয়ারম্যান পরিবর্তন হলেই যেন তাদের কাজের কোনো ক্ষতি না হয় নির্বিঘ্নে সেবা প্রদান করে যেতে পারে সেই জন্য বেতন কাঠামো নির্ধারণ ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে জাতীয় করণের দাবি তাদের।
সভাশেষে আগামী তিন বছরের জন্য শামীম পারভেজকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এসময় জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন।