ই-পেপার

মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে ৬৩টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৬৩টি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ধুরইল গ্রামের উত্তরপাড়ায় এঘটনা ঘটে। এঘটনায় মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নজিবুল্লাহর ভাগ্নে রেজাউল।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সকালে একই গ্রামের মুকুল, আক্কাস, মনোয়ারা বেগম, আতিক, চুরাতন বিবি, তোবিয়াতুন নেছা, পূর্ব শত্রুতার জের ধরে জমিতে লাগানো ৬৩টি ছোট আমের গাছ কেটে ফেলে।
খবর পেয়ে অভিযোগকারি ঘটনাস্থলে গেলে দেখতে পান তারা সমস্ত গাছ কেটে ফেলেছে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেরে আসলে অভিযোগকারী জীবন বাঁচাতে কোন রকম পালিয়ে যান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ