সর্বশেষ সংবাদ :

চারঘাটে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট-সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫। শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রাজশাহী র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামীর নাম রবিউল ইসলাম টুটুল (৪০)। তিনি চারঘাট মৌগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
র‌্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চারঘাট থানার মৌগাছি গ্রামের মাদক কারবারী টুটুল তার বাড়িতে ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত ১০টার দিকে টুটুলের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
র‌্যাব আরও জানান, টুটুল একজন কুখ্যাত মাদক কারবারী। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ