সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: গাজায় জাতিসংঘের ত্রাণের বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা আনেরা। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার দক্ষিণ গাজার রাফায় আমিরাতি রেড ক্রিসেন্ট হাসপাতালের উদ্দেশে রওনা হওয়া আনেরার ত্রাণবহরের প্রথম গাড়িতে ছিলেন ওই চার ফিলিস্তিনি।
ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা আনেরার গাড়িবহরে ‘সশস্ত্র হামলাকারী’ ছিল, যদিও সংস্থাটি সেটা অস্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। আনেরা জানায়, ইসরায়েল বিমান হামলার আগে সতর্ক করেনি। তবে এতে সংস্থাটির কোনো কর্মী আহত হননি বলে নিশ্চিত করেছে আনেরা। সংস্থাটি আরও জানায়, ওই চারজন নিহত হওয়ার পর দলের বাকি সদস্যরা ত্রাণ পৌঁছে দেন।
হামলার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী ও ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগেও ইসরাইল-গাজা যুদ্ধে সাহায্য ও মানবিক সহায়তা সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এপ্রিলে ত্রাণবাহী গাড়ির বহরে ইসরায়েলের তিনটি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হন।